এক্সক্লুসিভলাইফ স্টাইলসারা দেশ
বেলুনটি কুষ্টিয়া ২৫০ কিলো পথ পাড়ি দিয়ে ভালুকায়…..!
কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে যে বেলুন আকাশে উৎক্ষেপণ করা হয়েছিল সেই বেলুনটি ঝড়ের কবলে এখন (১/০৪/২০১৯) ময়মনসিংহ জেলার, ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে ওবায়দুল ইসলাম কবির সরকার এর বাড়িতে।
বেলুনটি দেখতে জনতা ভীড় জমাচ্ছে বলে জানায় স্নানীয় ফারুক শিকদার।