প্রাণের বাংলাদেশফটো ক্যাপশনসংগঠন সংবাদ
“মানবিক ভালুকার সমাধান যাত্রা”র কোর-আন শরীফ বিতরণ
মানবিক ভালুকার সমাধান যাত্রার একবেলা খাবার ও পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠিত।ময়মনসিংহের ভালুকায় ভালুকার কাচিনা ঈদগাহ সংলগ্ন হিফজুল কুরআন এতিম খানা মাদরাসার শিক্ষার্থী ও মুসুল্লিদের নিয়ে একবেলা খাবার ও পবিত্র কুরআন বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান বিএ এর সভাপতিত্বে আল-কুরআন ফাউন্ডেশন ময়মনসিংহ এর প্রতিষ্ঠাতা পরিচালক
হাবিব জিহাদীর পরিচানায় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন মানবিক ভালুকা সমাধান যাত্রা এর প্রতিষ্ঠাতা তরুণ শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাও.মহিউদ্দীন আল-হাদী,প্রফেসর,মোঃ আজহারুল ইসলাম,এত্র মাদরাসার পরিচালক মাও.মুহাম্মদ আলী প্রমুখ।