ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকা মডেল থানায় বাংলা নববর্ষ উপলক্ষে পাঞ্জাবি বিতরণ

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা মডেল থানায় বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) সকালে ১৫০ জন পুলিশ সদস্যের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার পিপিএম (বার) মডেল থানার সকল অফিসার, ফোর্স, বাবুর্চী ও মালির মাঝে বৈশাখের নতুন পাঞ্জাবি বিতরন করেন। এ সময় মডেল থানার অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন ।