জাতীয়

সারা দেশে একদিনে ১১ মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৬৬৬০

ঢাকা: মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জন।

মঙ্গলবার (১২ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩৮টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। যাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন মহিলা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট তিন হাজার ১৬০ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৪২ লাখ ৫৬ হাজার ৫৩ জন। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button