ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার কামরুল হাসান
ভালুকা নিউজ; ময়মনসিংহ : ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কামরুল হাসান। এর আগে মো. কামরুল হাসান বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন।
ময়মনসিংহের বর্তমান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্বে থাকা খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।
বৃহস্পতিবার পৃথক আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জয়নাল আবেদীন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব (সাভারের বিপিএটিসির এমডিএস হিসেবে বদলির আদেশাধীন) মো. জাহাঙ্গীর আলমকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।