মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন
ঈদে ‘দাফন’ নিয়ে আসছে ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগ সুমন
ভালুকা নিউজ; বিনোদন প্রতিবেদক: ‘দাফন’ শিরোনামে এবারের ঈদে আসছে ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সোহাগ সুমনের নতুন গান।
গীতিকার আহমেদ খছরুর লেখা দিলুয়ার শাহনেওয়াজের সুরে সম্প্রতি গানটির রেকর্ডিং ও ভিডিও সম্পাদনার কাজ শেষ হয়েছে রাজধানীর একটি স্টুডিওতে। গানটির মিউজিক পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন। সোহেল খানের ভিডিও ধারণ ও পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন আরিয়ান শুভ ও সোহানা নদী। গানটির এডিটিং করেছেন এম এম তুষার।
গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সান্ডে মিউজিক ষ্টেশনের ব্যানারে গানটি রিলিজ হবে ২৮ রমজান ২১ মে তারিখে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান শিল্পী সোহাগ সুমন। তিনি বলেন, বহুদিন পর মনের মতো কথায় একটি গান করেছি। সুরটাও ভালো হয়েছে। শ্রোতাদের খুব ভালো লাগবে বলে আশা রাখি।