ভালুকায় বহুল কাঙ্খিত রাস্তার মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ভালুকা নিউজ; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার জনগণের কাঙ্খিত জামিরদিয়া মাস্টারবাড়ি পাড়াগাঁও সড়ক মেরামত চেইনেজ(০০-২১০০মি:) কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টাবাড়ী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে জামিরদিয়া মাস্টারবাড়ি পাড়াগাঁও সড়ক মেরামত চেইনেজ(০০-২১০০মি:) কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় এবং উনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সারা দেশে উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখছেন এই মহামারি করোনার ভেতরেও। এই রাস্তাটি উপজেলার একটি অন্যতম ব্যস্ত রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার কলকারখানার শ্রমিক ও গাড়ি যাতায়াত করে। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে তাই দ্রুত এই কাজ শুরু করা হয়েছে। করোনার মহামারী শেষ হয়ে দেশ স্বাভাবিক হলে আবার আরও উন্নত করে এই রাস্তাটি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ময়মনসিংহ জেলার অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন, হবিরবাড়ী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন মেম্বার, হবিরবাড়ী ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাশেম মেম্বার, খাদিজা প্যালেসের চেয়ারম্যান সমাজ সেবক হাজী মোঃ ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবু, যুবলীগ নেতা হাজী শফিকুল ইসলাম, ঠিকাদার খাইরুল বাসার প্রমূখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে জামিরদিয়া মাস্টারবাড়ি পাড়াগাঁও সড়ক মেরামত চেইনেজ(০০-২১০০মি:) কাজ মেসার্স এমএফই ও এমজে ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ১ কোটি ৭২লক্ষ টাকা ব্যায়ে মেরামত করবে। কাজটি করতে ৩ থেকে ৪মাস সময় লাগবে বলে জানা যায়।