ঈশ্বরগঞ্জবিভাগীয় খবরময়মনসিংহসারা দেশ
ঈশ্বরগঞ্জে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভালুকা নিউজ; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক আনসার ভিডিপি অফিসার ও মুক্তিযোদ্ধা নুরুল আমিন সুরুজ (৬৮) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার তার নামাজে জানাযা শেষে পৌর সদরের দত্তপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, পৌর সদরের পশু হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল আমিন দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। বেশ কিছু দিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। সপ্তাহ খানেক আগে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এক পর্যায়ে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেন ছোট ভাই কামাল হোসেন। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে একটি লাশবাহী গাড়ি তার মৃত দেহ নিয়ে আসে ঈশ্বরগঞ্জে। পরে পৌর সদরের বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযা শেষে পৌর সদরের দত্তপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।