তথ্য-প্রযুক্তি

মোবাইল সিমের রেজিস্ট্রেশন শুরু রোববার থেকে- তারানা হালিম

অনলাইন ডেস্ক : আগামী রোববার থেকে মোবাইল ফোনের সিম কার্ডের নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পুনঃনিবন্ধন প্রক্রিয়া তিন মাস চলবে। যারা এরইমধ্যে একবার রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে যাচাই পক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন ১৩ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে মোবাইল সিম বন্ধ করে দেয়া হবে। সচিবালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-এর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নিবন্ধন এবং পুনঃনিবন্ধনের যৌক্তিকতা তুলে ধরেন তারানা হালিম। প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তার খাতিরেই পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। যারা এরইমধ্যে সঠিকভাবে সিম নিবন্ধন করছেন, এ কার্যক্রমে তাদের সিম যাচাই করে নিতে হবে। আর যাচাইয়ে যাদের নিবন্ধন সঠিকভাবে হয়নি বলে দেখা যাবে, তাদের সিম পুনঃনিবন্ধন করাতে হবে। তিনি বলেন, ‘গ্রাহকরা কীভাবে সিম যাচাই বা পুনঃনিবন্ধন করবেন, সেই প্রক্রিয়া আগামী রোববারের মধ্যে জানিয়ে দেয়া হবে।’ এ পুনঃনিবন্ধনের প্রয়োজন হচ্ছে আগে থেকেই চালু সিম বিক্রির সিদ্ধান্ত ঠিকমতো বাস্তকায়ন না হওয়ার জন্য।  ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করারও সিদ্ধান্ত হয়েছিলো। তবে তিন বছরেও তা কার্যকর হয়নি। বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button