ভালুকা পৌরনির্বাচনে সতন্ত্র প্রার্থীসহ বিএনপি’র নির্বাচন বর্জন; এক কেন্দ্র স্থগিত, কারচুপির অভিযোগ
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ ডট কম :
ভালুকা পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব মফিজ উদ্দিন সরকার ও বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ হাতেম খান নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে। সে সাথে বিশৃঙ্খলার কারণে ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করে লিখিত ভাবে এই নির্বাচন বর্জনের ঘোষনা দেন তারা। এর আগে উপজেলা রিটার্নিং অফিসার, বরাবর ভালুকা পৌরসভার সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ও পুনরায় ভোট গ্রহনের জন্য লিখিত আবেদন করেন বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাতেম খান। লিখিত অভিযোগে তিনি জানান, পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের সবকটিতেই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ বিএনপি’র এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সীল মারে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিস্ক্রিয় থাকে। যার কারণে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেনি। ইতিমধ্যে সকাল ১১ টায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সেখানকার ভোটগ্রহণ স্থগিত করা হয়।
অপরদিকে বিএনপি থেকে বহিঃস্কৃত বিদ্রোহী মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব মফিজ উদ্দিন সরকার একই অভিযোগ এনে ভালুকা পৌরসভার সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ও পুনরায় ভোট গ্রহনের জন্য লিখিত আবেদন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টার্নিং অফিসার কামরুল আহসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, ৭নং কেন্দ্রে মেয়র প্রার্থী মেজবাহ উদ্দীন কাইয়ুম ও ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামস উদ্দিন খানের সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। আর এ ঘটনার জের ধরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।