ভালুকায় সিএজি ষ্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ১ আহত ২
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার ফ্যাক্টরীর সামনে পুর্বাশা সিএজি ষ্টেশন লিঃ এ (০৬ জানুয়ারি) বুধবার বিকালে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত ও ২ জন আহত হয়েছে। সুপ্তি সোয়েটার্স লিঃ এর একটি পিকআপ ভ্যান গ্যাস রিফিল করার জন্য প্রস্তুত করার সময় গাড়ীতে থাকা একটি এলপি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মাগুরার জেলার মোহাম্মদপুর থানার খালিয়া গ্রামের রহিম জোয়ার্দার এর ছেলে, সিএনজি ষ্টেশনের কর্মচারী কোবাদ হোসেন জোর্য়াদার (৪৫) মারা যায়। এ সময় পিক-আপ ভ্যানের ড্রাইভার মোঃ সুরুজ মিয়া (২৯) ও হেলপার আজাহার (১৭) আহত হয়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
সুপ্তি সুয়েটার্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন জানান, সিএনজি স্টেশনে গ্যাস নেয়ার সময় কাভার্ডভ্যানে রাখা এলপি গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরনে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি, সিলিন্ডারটি কি ভাবে গাড়ীতে আসল এটা আমাদের জানা নেই এবং এলপি গ্যাসের সিলিন্ডার ফ্যাক্টরিতে ব্যবহার হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আর-রশিদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনা স্থলটি ঘিরে রেখেছে।