লন্ডনের মেয়র ওবামাকে ভণ্ড বললেন
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবস্থানকে ভণ্ডামি বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র বরিস জনসন। আগামী ২৩ জুন ব্রিটেনের ইইউ’তে থাকা না থাকার প্রশ্নে এক গণভোট অনুষ্ঠানের কথা। ইতোমধ্যেই দেশটিতে এর পক্ষে-বিপক্ষে বিভিন্ন গ্রুপ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে প্রচারণাকারী বরিস জনসন বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, সার্বভৌমত্বের অংশীদারিত্বের স্বপ্ন মার্কিনীদের কখনও হবে না কিন্তু যুক্তরাজ্য তা করে দেখিয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে যখন ব্রিটেন সফর করবেন তখন তিনি আবারো দেশটির ইইউ সদস্য পদ বহাল রাখার পক্ষে তার সমর্থন পূনর্ব্যাক্ত করবেন।
মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে মেয়র বলেন, ইতিহাস বলে সার্বভৌমত্বের অংশীদারিত্ব তারা কখনও মেনে নেবে না। আমি জানি না তিনি কি বলতে চান আর এটাই যদি তাদের যুক্তি হয় তাহলে তা হবে চরম ভণ্ডামি। কারণ মার্কিনীদের এ বিষয়ে কোন স্বপ্ন ছিল না।