এবার খুঁজে পাওয়া গেল যমজ মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জীবনে বহুবার দু’হাত এক করে ‘নমস্তে’ জানাতে দেখা গেছে। কখনো সাধারণ জনগণের উদ্দেশ্যে কখনোবা বিশ্বনেতাদের উদ্দেশ্য করে তিনি তার ‘ট্রেডমার্ক নমস্তে’ জানিয়েছেন। কিন্তু এই প্রথম নিজের যমজকে সাথে নিয়ে নমস্তে জানালেন মোদী।
দুই জনের গায়ে সাদা কুর্তা-পাজামার সাথে ক্রিম রঙের জ্যাকেট, পায়ে কালো সু। তার এই যমজটি আসলে আর কেউ নন, মোমের তৈরি নরেন্দ্র মোদী। মাদাম তুসোয় রাখার জন্য তৈরি করা হয়েছে এই নরেন্দ্র মোদীকে। নিজের এমন যমজ দেখার পর বিস্মিত হন মোদী।
শিল্পীদের প্রশংসা করে মোদী বলেন, মাদাম তুসোর দলটি যা করেছে তা সত্যিই অসাধারণ। প্রভু ব্রহ্মা যা করে থাকেন তাই আজ মাদাম তুসোর দলটি করে দেখিয়েছে। ভারতের জনগণের সেবক হওয়ার কারণেই এমন যমজের মুখোমুখি হওয়ার সৌভাগ্য হলো আমার।
আগামী ২৮ এপ্রিল মাদাম তুসোয় বারাক ওবামা, ডেভিড ক্যামেরন, এঙ্গেলা মার্কেল, ফ্রাঁসোয়া ওঁলাদ-এর মতো বিশ্ব নেতাদের দলে যোগ দেয়ার আগে মোমের এই মোদীকে নয়াদিল্লিতে আনা হয়েছিলো আসল নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করাতে।