তথ্য-প্রযুক্তি
বিশ্বের সবচেয়ে ছোট অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তিবিশ্বে চলছে পালাবদলের খেলা। এই খেলায় স্মার্টফোনের বাজারে এখন বড় স্ক্রিনের হ্যান্ডসেটের চাহিদা বেশি। সেই সঙ্গে স্টোরেজ ক্যাপাসিটির বাড়বাড়ন্তের গুরুত্ব অনেক। কিন্তু অধিকাংশ সময় বড় স্মার্টফোন নিয়ে চলাফেরা করা কঠিন। আর সেজন্য এবার একেবারে ‘লিলিপুট স্মার্টফোন’ এনেছে ‘পোশ মোবাইল’ নামে একটি।
‘পোশ মোবাইল মাইক্রো এক্সএস ২৪০’ নামের এই মোবাইল সদ্য উন্মোচন করে হয়েছে। এই ডিভাইসটিকে বিশ্বের সবচেয়ে ছোট এই অ্যান্ড্রয়েড ফোন বলে দাবী করছেন নির্মাতারা।
ফোনটির স্ক্রিনের সাইজ মাত্র আড়াই ইঞ্জি। স্টোরেজ সুবিধা ৪ জিবি। র্যাম ৫১২ এমবি-র। ডুয়াল কোর প্রসেসর। ২ মেগাপিক্সেলের ক্যামেরা। আর আছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট।
ডিভাইসটি এখনো খুচরো বাজারে আসেনি। তবে এটি ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে পাওয়া যাচ্ছে।