উপ-সম্পাদকীয়
মা আমার মা
আবুল বাশার শেখ
জন্মের পর প্রথম বুলি মা। সবচেয়ে কাছের সবচেয়ে আপন এই মা। মা শব্দের কোন ব্যাখ্যা প্রয়োজন হয়না শুধুমাত্র মায়ের ভালবাসার দিকে তাকালে। জীবনের সবটুকু সময় সে ব্যায় করে শুধুমাত্র তার সন্তানের মঙ্গলের জন্য। নিজে না খেয়ে তুলে দেন তার আদরের সন্তানের মুখে। তাই মা পৃথিবীর শ্রেষ্ঠ কাছের মানুষ। শুধু মা দিবসে মাকে নিয়ে বলতে হবে লিখতে এটা নয় প্রতিদিন মাকে নিয়ে ভাবতে হবে, লিখতে হবে। মা দিবস শুধু একটি দিনের কিন্তু মা সব দিনের। ভাল থাক মা আমার ভাল থাক সব সময়।