আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিযুদ্ধ চালাচ্ছে ইসরায়েল

ভালুকা নিউজ ডট কম, আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের একটি বড় অংশে পানি সরবরাহ বন্ধ করে দিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিযুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ এনেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে এমন অভিযোগ তোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা সম্মানের সঙ্গে বাঁচুক- ইসরায়েল তা চায় না এবং আমাদের পানির উপর তারা এইভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে; অথচ অবৈধ ইসরায়েলি বসতিতে পানি সরবরাহ নির্বিঘ্ন রয়েছে। পানির জন্য ফিলিস্তিনিদের প্রচুর টাকা-পয়সা খরচ করতে বাধ্য করা হচ্ছে।

ফিলিস্তিনের বিভিন্ন শহর ও নগরে পানি সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেকোরতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বেশ কিছু এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। ফলে রমজান মাসে হাজারো ফিলিস্তিনিকে বিশুদ্ধ খাবার পানির চরম সঙ্কটে পড়তে হয়েছে।

ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপ নামে একটি এনজিওর একজন কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, কোনো কোনো এলাকায় গত ৪০ দিনে কোনো পানি পাওয়া যায়নি।

তবে পানি সরবরাহ বিঘ্নিত করার অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েল পানির ঘাটতির কথা শুনিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যেকোন পরিস্থিতিতে যে কারো জন্য দিনে অন্তত সাড়ে ৭ লিটার পানি প্রয়োজন হয়। কিন্তু ফিলিস্তিনের মতো এলাকা যেখানে তাপমাত্র ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সেখানে এই চাহিদা আরো বেশি।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিরা পাঁচ গুন বেশি পানি পেয়ে থাকেন। ফিলিস্তিনিরা এ অঞ্চলে যেখানে দৈনিক ৬০ লিটার পানি পেয়ে থাকেন, ইসরায়েলিরা সেখানে পান ৩৫০ লিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button