আন্তর্জাতিক
যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ

ভালুকা নিউজ ডট কম, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের একটি পারমাণবিক জাহাজের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্যের রাজকীয় নৌ-বাহিনী জানিয়েছে। পরে জিব্রাল্টার বন্দরে জাহাজটিকে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দুর্ঘটনায় এইচএমএস অ্যাম্বুশ নামের ওই ডুবোজাহাজের বাইরের দিকে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনা তাৎক্ষণিভাবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌ-বাহিনী।