ভালুকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র শিক্ষকদের মানববন্ধন
ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকায় (১আগষ্ট) সোমবার সকাল ১১ টায় ঢাকা- ময়মনসিংহ মহা সড়কে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাগণ সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সারা দেশের সাথে একযোগে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। সচেতনতা বৃদ্ধি, সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের শপথ নিয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মানব বন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্লোগান দেয়। উপজেলার কাচিনা উচ্চ বিদ্যালয়, পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়, কাচিনা আলহাজ্ব সেকান্দর বালিকা দাখিল মাদ্রাসা, কাচিনা কে ইউ ফাজিল মাদ্রাসা, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা ডিগ্রী কলেজ, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়, ধলিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, গোয়ারী উচ্চ বিদ্যালয়, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, সমলা তাহের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকা ফাজিল মাদ্রাসা, হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদ্রাসা, বাদেপুরুড়া দাখিল মাদ্রাসা, হবিরবাড়ী সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসা সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই মানব বন্ধন কর্মসূচী সকাল ১১ টায় এক যোগে পালন করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মানববন্ধন কর্মসূচি ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং নিজে সক্রিয় অংশগ্রহণ করেন।