ঢাকাবিভাগীয় খবর

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সেবা নিয়ে ক্ষোভ

ভালুকা নিউজ ডট কম; শ্রীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনিয়মে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার রোগাক্রান্ত সাধারণ মানুষজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিয়মিত অফিসে না আসা, ডাক্তার সহ কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মিত অফিসে যাওয়া আসা, গাইনী বিভাগের প্রসুতিদের অপারেশন না করানো, দন্তসহ বিভিন্ন বিভাগে অনিয়ম, ইউনিয়ন স্বাস্থ্য কমল্পেলক্স ডাক্তার না পাওয়া, চিকিৎসা না করে অযথাই রোগীকে ঢাকা ও বিভিন্ন হাসপাতালে রেফার্ড করাসহ বিভিন্ন অনিয়য়মের কারনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুল হকের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হককে নিয়মিত অফিসে আসার অনুরোধ করে তিনি শ্রীপুরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অনুরোধ জানান। ৩১জুলাই রোজ রোবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষন মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভায় স্বাস্থ্য সেবার বেহাল দশা নিয়ে-এ ক্ষোভ প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সুনামধন্য ভাই চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, ফরিদা জাজান স্বপ্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট সামসুল আলম প্রধান এবং শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, নব-নির্বাচিত ইউঃ পিঃ চেয়ারম্যান আবদুল বাতেন সরকার, মোঃ রফিকুল ইসলাম মন্ডল, মাহজাহান সরকার, জাহাঙ্গীর আলম খোকন, নুরুল ইসলাম, নুরুল হক আকন্দ, ফারুক আহম্মেদ এবং শ্রীপুর মুক্তিযোদ্ধ রহমত আলী কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর প্রেসক্লাব এর সভাপতি নুরুন্নবী আকন্দ ও বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তাগন। তাহাছাড়া অতিরিক্ত বালু বাহি ড্রাম ট্রাকের কারেন রাস্তাঘাটের বেহাল দশার সৃষ্টি হয়েছে এরকম অভিযোগ এনে এসব বালু বাহি ট্রাকের নিয়ন্ত্রন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনার ও অনুরোধ করা হয়। উপজেলায় সন্ত্রাসী ও নাশকতা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নব-নির্বাচিত চেয়ারম্যানদেরকে ফুলি দিয়ে বরন করে নেয় উপজেলা প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button