তথ্য-প্রযুক্তি

যেভাবে ব্যবহার করবেন প্রিজমা

আইফোনের জনপ্রিয় অ্যাপ প্রিজমা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এখন ব্যবহারের সুযোগ হয়েছে। প্রিজমা অ্যাপটি ছবিকে আর্টওয়ার্ক বা শিল্পকর্মে রূপান্তর করতে পারে। আইফোনে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের মধ্যে এখন শীর্ষে প্রিজমা অ্যাপটি। আইওএস প্ল্যাটফর্মে সহজলভ্য হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এর জন্য অপেক্ষায় ছিলেন। সম্প্রতি প্রিজমা ল্যাব ইনকরপোরেশন অ্যান্ড্রয়েডের জন্য বিটা বা পরীক্ষামূলক সংস্করণ হিসেবে অ্যাপটি চালু করেছে।

যেভাবে পাবেন
প্রিজমার এই বিটা অ্যাপ্লিকেশনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্লে স্টোরে উন্মুক্ত করা হয়নি। তবে অ্যাপটি পেতে প্রিজমার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রিজমা অ্যাপের নিউজলেটারে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর প্রিজমা অ্যাপ বিটা এপিকে ডাউনলোডের জন্য একটি লিংক পাওয়া যাবে।

বিটা সংস্করণে কিছু বাগ বা সফটওয়্যার ত্রুটি থাকতে পারে। তাই আগ্রহী ব্যক্তিদের ঝুঁকি নিয়েই এটি ডাউনলোড করতে হবে।

যেভাবে ডাউনলোড করবেন
১. প্রথমে (http://prisma-ai.com/) লিংক থেকে (প্রিজমা বিটা এপিকে) ডাউনলোড করুন।
২. ফোন সেটিংসে যান। সেখান থেকে সিকিউরিটি অপশনে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনের অজানা উৎস থেকে ডাউনলোড বিষয়টি অনুমোদন করে দিন।
৩. প্রিজমা বিটা এপিকে ইনস্টল করুন।
৪. এখন অ্যাপ চালু করে সেলফি তুলুন বা ফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি নির্বাচন করে দিন।
৫. প্রিজমা অ্যাপ ছবিটি শিল্পকর্মে রূপান্তর করবে।
৬. সম্পাদনা করা প্রিজমা ছবিটি সংরক্ষণ করতে মূল স্ক্রিনে অবশ্য কোনো অপশন থাকবে না। সংরক্ষণ করতে অ্যাপ সেটিংসে গিয়ে ‘সেভ আর্টওয়ার্কস অটোমেটিক্যালি’ বিষয়টি নির্বাচন করে দিন। এতে ছবি স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সংরক্ষণ হবে। এ ছাড়া ছবি সম্পাদনার পর শেয়ার আইকনে ক্লিক করে ছবি সংরক্ষণ করা যায়।
৭. যাঁরা ছবিতে প্রিজমা জলছাপ মুছতে চান, তাঁরা সেটিংসে গিয়ে ‘অ্যাড ওয়াটারমার্ক’ অপশনটি থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।
আইওএস সংস্করণে অ্যাপটির লিংক (https://itunes.apple.com/app/id1122649984)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button