আন্তর্জাতিক
হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদির সমালোচনায় ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাৎসরিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের কঠোর সমালোচনা করেছেন। চলতি বছর হজ শুরু হওয়ার আগে দেয়া এক বিবৃতিতে খামেনি বলেছেন, সৌদি সরকার যেভাবে হজ ব্যবস্থাপনা পরিচালনা করছে, মুসলিম বিশ্বকে তা আবার ভেবে দেখা উচিত।
গত বছর ভিড়ের চাপে শত শত ইরানিসহ বহু হজ পালনকারী প্রাণ হারান। এই মৃত্যুর জন্য তেহরান কর্তৃপক্ষ সৌদি ব্যবস্থাপনার অদক্ষতাকেই দায়ী করেছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যেসব সঙ্কট চলছে তাতে সৌদি আরব এবং ইরান মুখোমুখি অবস্থানে রয়েছে। এই দুই দেশের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার জেরে ইরানী মুসলমানরা চলতি বছর হজ করার অনুমতি পাননি। বিবিসি।