শিরোনামহীন

ইউটিউবে মুক্তি পেল পুনমের ‘‌দি উইকএন্ড’‌(ভিডিওসহ)

ভালুকা নিউজ ডট কম: শুধু মোবাইলের জন্য তৈরি করা হয়েছে ছবিটি। এ ছবিতে অভিনয় করছেন পুনম পান্ডে। ছবিটির পরিচালক আরয়ান সিং। গত শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘‌দি উইকএন্ড’‌ ছবির ট্রেলার। ছবিটির প্রযোজনাও করেছেন পুনম।

জানালেন, এমন ছবিতে কাজ করার একটা অন্যরকম আনন্দ আছে। এখানে সেন্সর বোর্ডের ঝামেলা নেই, বিতর্ক নেই। যাঁদের ইচ্ছা তাঁরাই ছবি ডাউনলোড করে দেখতে পারেন। ভুতের ছবিতে আগেও কাজ করেছেন, তবে এবারেরটা আলাদা।

তবে জীবনের সেরা ভুতের ছবি নয় এটি, কিন্তু সবাইকে দেখতেই বলছেন। আর কয়েকদিন বাদেই মুক্তি পাবে ছবিটি। মোবাইলে ছবি মুক্তি পাওয়ার পাওয়ার বিষয়টি ইউরোপ বা আমেরিকায় যথেষ্টই জনপ্রিয়।

এখনও এদেশে এমন মুক্তির চল নেই। ছবির জন্য নয়, এতদিন অন্য নানা কারনে আলোচনায় ছিলেন পুনম। অনেকদিন বাদে তাঁর নাম উঠলো একটি ছবিকে নিয়ে। তবে একটাই সতর্কবার্তা, ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য।

https://www.youtube.com/watch?v=efX-uIRb29c

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button