ভালুকায় স্ত্রীকে কুপাল স্বামী

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পাষন্ড স্বামীর দায়ের কুপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক হতভাগা স্ত্রী। মুমূর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার জামিরদিয়া গ্রামে।
জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে সোহাগ পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী শিরিনা খাতুন (২৮) কে বুধবার সকালে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার কওে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শিরিনা খাতুন উপজেলার বিরোনীয়া গ্রামের হাসমত আলীর মেয়ে ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের ভাগিনী।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি তদন্ত হযরত আলী জানান, আমাদের কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি, আমরা মোবাইল ফোনে সংবাদ পেয়ে অপরাধীকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।