ভারতীয় দম্পতিকে ১৯০ কোটি ডলার ক্ষতিপূরণ
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: অস্ট্রেলিয়ার বৃহত্তম এএনজেড ব্যাঙ্ক ক্ষতিপূরণ বাবদ ১৯০ কোটি ডলার দিতে চলেছে এক ভারতীয় দম্পতিকে। বুরেফ ফার্টিলাইজারে নিজেদের শেয়ার বিক্রি করে। শেয়ার বিক্রির সময় রিসিভার হিসেবে ছিল এএনজেড ব্যাঙ্ক। ভারতীয় দম্পতি পঙ্কজ এবং রাধিকা আসওয়াল অভিযোগ করেন রিসিভার এএনজেড ব্যাঙ্ক তাঁদের শেয়ার বিক্রির পর ৫৮ কোটি ডলার কম দিয়েছে।
তাদের এই অভিযোগের পরপরই আদালতে জেরা চলে। সেখানে চুক্তির খুঁটিনাটি বেরিয়ে আসতে পারে। তাই এএনজেড এর পক্ষ থেকে পঙ্কজ এবং রাধিকা আসওয়ালকে অভিযোগ মিটিয়ে ফেলার জন্য এই বিরাট অঙ্কের প্রস্তাব দেওয়া হয়।
ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়, ‘তারা মিটমাটের অঙ্কে খুশি। কিন্তু তারা চুক্তির খুঁটিনাটি প্রকাশ করতে পারবেন না।’ তবে আদালতে আসওয়ালদের তোলা একাধিক অভিযোগে আপত্তি জানিয়েছেন এএনজেড এর মুখপাত্র। তবে শেয়ার হোল্ডারদের কাছে ভুল বার্তা যাবে তাই মুখ বন্ধ রাখার শর্তে তাদেরকে এই অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্রঃ আজকাল।