জাতীয়

অবসর পেলে খুশি হবো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভালুকা নিউজ ডট কম; ঢাকা: ৩৫ বছর থেকে দলের দায়িত্ব পালন করছি। আর কত! দল থেকে অবসর পেলে খুশি হবো। রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।  আওয়ামী লীগের আসন্ন সম্মেলন নিয়ে বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ারের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

কাউন্সিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এর প্রতিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারও তাই হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু কেন্দ্রীয় কমিটি নয়, আওয়ামী লীগের তৃণমূলের কমিটিও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়। এটিই আওয়ামী লীগের ঐতিহ্য। নেতৃত্ব গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, দল থেকে এবার অবসর পেলে খুশি হব। দীর্ঘ ৩৫ বছর ধরে দলের দায়িত্ব পালন করছি। আর কত?

তবে প্রধানন্ত্রীর এমন অভিব্যক্তি শোনার পর দলের নেতারা উচ্চস্বরে প্রধানমন্ত্রীর ওপরই ফের সমর্থন জ্ঞাপন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে এলেও প্রতিটি সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করেই নেয়া হয়েছে। আগামী ২২ এবং ২৩ অক্টোবর ঘোষিত কাউন্সিলের তারিখ আর পেছানো হবে না বলেও এসময় জানান প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button