রাশিয়ার সাথে সিরিয়া সম্পর্কিত আলোচনা স্থগিত: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়াতে সব পক্ষের যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপার রাশিয়া গত মাসে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা তারা পূরণে ব্যর্থ হয়েছে।
রাশিয়া তার মিত্র, বাশার আল আসাদের সরকারকে যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে যথেষ্ট চাপ দেয়নি বলে মনে করছে মার্কিন সরকার।
সিরিয়াতে বেসামরিক নাগরিক হতাহতের জন্য রাশিয়া ও সিরিয়ার সরকার দু দলকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র।
হাসপাতাল ও মানবিক সাহায্যের বহরে হামলার জন্যেও তাদের দায়ী করা হচ্ছে।
সিরিয়া সম্পর্কিত সকল আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র যশ আর্নেস্ট বলেছেন, রাশিয়ার ব্যাপারে সবার ধৈর্যচ্যুতি ঘটেছে।
মি: আর্নেস্ট বলেছেন, রাশিয়া বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে সেগুলো নিজেরাই পূরণ করেনি। যাতে তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
মি: আর্নেস্ট আরো বলেছেন সিরিয়াতে ইসলামিক ষ্টেট গোষ্ঠীকে প্রতিহত করতে হস্তক্ষেপ শুরু করার পর থেকে তাদের বিরুদ্ধে তেমন কোন অগ্রগতি অর্জন করে নি রাশিয়া।
অন্যদিকে রাশিয়া এই সিদ্ধান্তকে দু:খজনক বলে উল্লেখ করে উল্টো শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে।
রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপাতে চাইছে।
আলোচনা বন্ধের এই ঘোষণার পর সিরিয়াতে রাজনৈতিকভাবে একটি সমাধানের আপাতত আর কোন আশা রইলো না।
সোমবারও আলেপ্পোর সবচাইতে বড় হাসপাতালটিতে এক সপ্তায় তৃতীয়বারের মতো হামলা হয়েছে। সূত্র- বিবিসি বাংলা