আফগানিস্তানে তাজিয়া মিছিলে হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে শিয়া সম্প্রদায়ের একটি তাজিয়া মিছিলের প্রস্তুতিতে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ অফিসারসহ ১৪ জন নিহত হয়েছেন।
পবিত্র আশুরার দিন রাজধানীর কার্তে সাখি মাজারে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসি ও আল-জাজিরার।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা আল-জাজিরাকে জানায়, পুলিশের পোশাক পরিহিত শরীরে আত্মঘাতী বিস্ফোরক বাধা এক দুর্বৃত্ত কাবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কার্তে সখি মাজারে প্রবেশ করে এবং এলাপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, হামলাকারী পুলিশকে একটি বন্দুক দিয়ে গুলি করার পর একে-৪৭ রাইফেল দিয়ে তাজিয়া মিছিলের ওই প্রস্তুতে এলাপাতাড়ি গুলি চালায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দু’জন হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন। তবে, অন্তত একজন হামলাকারী পালিয়ে গেছে বলেও আশঙ্কা করা হয়।