গুগল লোকাল গাইডস ময়মনসিংহ এর মিটআপ অনুষ্ঠিত

ফাহিম মোঃ শাকিলঃ গুগল লোকাল গাইডস ময়মনসিংহ এর আয়োজনে গত বুধবার ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে মিটআপ ও ম্যাপ এডিটিং। রাজধানীর সিপিএ আইটি এর অডিটোরিয়ামে মিলিত হন ময়মনসিংহ সহ সারাদেশ থেকে আসা লোকাল গাইডসরা ।
লোকাল গাইডস হলো গুগল ম্যাপস এর একটি সেবা। গুগল লোকাল গাইডস চায় আপনি যেখেনেই বাস করেন না কেন, সেখানে যেন আপনি স্থানীয়দের মত বাস করতে পারেন। গুগল ম্যাপ ব্যবহার করে একজন লোকাল গাইডস ম্যাপে নতুন স্থান সংযুক্ত করা, প্রশ্ন উত্তর দেয়া, কোনো নির্দিষ্ট স্থান সম্পর্কে রিভিউ বা পর্যালোচনা করতে পারেন।
লোকাল গাইডস ও লোকাল গাইডস কানেক্টের উপর কর্মশালা পরিচালনা করেন কমিউনিটি মোডারেটর পাভেল সারওয়ার। ম্যাপ এডিটিং সহ অন্যান্য বিষয় গুলো তুলে ধরেন অপর মডারেটর সুমাইয়া জাফরিন চৌধুরী ।
উক্ত মিট আপে লোকাল গাইডসের চলমান কন্টেস্ট নিয়ে ও ময়মনসিংহে একটি মিটআপ আয়োজন নিয়ে আলোচনা করা হয় । কর্মশালা শেষে গ্রুপ ছবি ও ফুড ক্রলের মধ্য দিয়ে মিট আপ শেষ হয় । উক্ত মিট আপ এ পার্টনার ছিল কোডেক্স সফটওয়্যার সলিউশন লিঃ
কমিউনিটি লিঙ্কঃ https://goo.gl/dLAZtq
লোকাল গাইডস কানেক্ট লিংকঃ https://goo.gl/9MSdhE