আন্তর্জাতিক
গোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
রবিবার (১৬ অক্টোবর) ভারতের স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় বিমানটি গোয়ায় ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
এর আগে সকাল ৮ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা, নেপালী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ অক্টোবর দেশে ফিরবেন।