শিশু ভুবন

শেখ রাসেলের জন্মদিন: শিশুতোষ চলচ্চিত্র উৎসব মঙ্গলবার

ঢাকা: ‘চলচ্চিত্র হোক শিশুর স্বপ্নের মতো রঙিন’- এই স্লোগান নিয়ে প্রথমবারের মতো ‘শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব-২০১৬’  আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই উৎসব একই সঙ্গে দেশের আটটি বিভাগে উদযাপিত হবে।

পাঁচ দিনের উৎসবটি উদ্বোধন হবে মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা তিনটায়। প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

রবিবার বেলা সাড়ে ১১টায় শিশু একাডেমির সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিশু একাডেমির পরিচালক মোশারফ হোসেন বলেন, চলচ্চিত্র একটি শক্তশালী শিল্পমাধ্যম। এই দৃষ্টিকোণ থেকে দেশীয় প্রেক্ষাপটে জীবনঘনিষ্ঠ ও মানবিক মূল্যবোধ চেতনা সামনে রেখে শিশুদের জন্য এই উৎসবের আয়োজন করা হচ্ছে। পাঁচ দিনে মোট ২২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানান তিনি।

চলচ্চিত্র প্রদর্শনীর ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক সংক্ষিপ্ত আলোচনা থাকবে। উৎসবের দ্বিতীয় দিনটি নির্ধারিত থাকবে বিশেষ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশে চলচ্চিত্র হতে পারে পথপ্রদর্শক। একই সঙ্গে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এই উৎসব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিশু একাডেমীর গ্রন্থাগারিক রেজিনা আক্তার, মোহনা টেলিভিশনের অনুষ্ঠান-প্রধান মিনহাজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button