আন্তর্জাতিক
ইতালিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক,ভালুকা নিউজ:ইতালির মধ্যাঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে পেরুজিয়া শহরে ভূমিকম্পটি আঘাত হানে।এর উৎপত্তিস্থল ছিল রোম থেকে ৮০ কিলোমিটার দূরে এবং ১৭ কিলোমিটার গভীরে।
দেশটির প্রাচীন শহর উমব্রিয়া এবং এল আকুইলাতেও ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি মার্চি অঞ্চলের পাহাড়ি এলাকা কাঁপিয়ে তোলে এবং কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের পর দেশটির পশ্চিমাঞ্চলে কয়েক শত ভবন দুলে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।
ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি জানান, এ ঘটনার পর তিনি বেসামরিক উদ্ধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।এর আগে গত আগস্টে দেশটির নরসিয়া এলাকায় ৬ মাত্রার ভূমিকম্পে ২৯৮ জনের প্রাণহানি ঘটে এবং প্রায় দুই হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে যায়।