বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজোস

অনলাইন ডেস্ক: ফোর্বস ম্যাগাজিনের জারিপে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৭ বিলিয়ন ডলার বা সাত লাখ সাড়ে ৩১ হাজার কোটি টাকা।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলে এ খেতাব ছিনিয়ে নিয়েছেন ৫৩ বছর বয়েসী অ্যামাজনের বর্তমান এই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২০০৩ সাল থেকে প্রায় ১৪ বছর শীর্ষ ধনীর তালিকায় থাকা বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে লেনদেন শেষ হওয়ার পর হালনাগাদ করা ফোর্বস সেরা ধনীর তালিকায় দেখা যায়, এদিন অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এতে বিল গেটসের চাইতে ৭০০ মিলিয়ন ডলার বেশি সম্পদের মালিক হয়ে শীর্ষ ধনীর খেতাবটি ছিনিয়ে নেন জেফ বেজোস । তিনি অ্যামাজানের ১৭ শতাংশ শেয়ারের মালিক। এতে শুধু অ্যামাজনেই বেজোসের সম্পদ মূল্য দাঁড়ায় ৮৫ বিলিয়ন ডলার।
বিবিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে অ্যামাজানে পণ্য বিক্রি বেড়েছে ২৩ শতাংশ। যা ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের কাছাকাছি। জুন পর্যন্ত হিসাব পুরোপুরি প্রকাশিত হওয়ার আগেই ১৬ থেকে ২৪ শতাংশ বিক্রি বেড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
ই-কমার্স কোম্পানি অ্যামাজনই হতে পারে প্রথম ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের প্রতিষ্ঠান। এমন ঘোষণার পরই অ্যামাজনের শেয়ারদর কয়েক ধাপ বেড়েছে বলে জানানো হয়েছে বিবিসি’র ওই প্রতিবেদনে।
দুই দশক আগেও জেফ বেজোস ছিলেন একজন সাধারণ বই বিক্রেতা। নিজের বাসার গ্যারাজে বসে তিনি শুরু করেছিলেন অনলাইনে বই বিক্রি। সেই অনলাইনের ব্যবসা বিস্তৃতি লাভ করে বর্তমান অবস্থানে এসেছে। ২২ বছর আগে তার প্রতিষ্ঠিত আমাজন বিশ্বের অন্যতম বড় কোম্পানিতে উন্নীত হয়েছে।