সারা দেশ
ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক অভিবাসী দিবসের র্যালী ও অঅলোচনা সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ“নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে সোমবার সকালে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদের সন্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, জহুরুল হক, শফিকুল ইসলাম, আইয়ুব আলী ফর্সা, হাবিবুর রহমান মন্টু, নুরুল ইসলাম দোলা, নুরুল ইসলাম তোতা ও ঝিনাইগাতী প্রেসকাবের সভাপতি এম খলিলুর রহমান প্রমূখ। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।