সারা দেশ

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে বিশেষ অধিবেশন অনুষ্টিত রাখাল দাসকে সভাপতি,তনয় ঘোষকে সম্পাদক করে উৎসব কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে এবং উত্তম কুমার পাল হিমেলের আয়োজনে গত শুক্রবার রাতে নবীগঞ্জ কেন্দ্রয়ি গোবিন্দ জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। অনুষ্টানমালার মধ্য ছিল সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান। পরে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গেও সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,রাখাল চন্দ্র দাস,মিহির লাল সরকার,বিধু ভূষন গোপ,তাপস বনিক,মৃম্ময় কান্তি দাশ বিজন,রশময় শীল,রতিশ দাশ,নিখিল সুত্রধর,সুব্রত কুমার দাশ,শংকর গোপ,দিপক পাল,নিতেশ দাশ,তনয় কান্তি ঘোষ অনজন,সুশান্ত শীল,নয়ন দাশ,নয়নমনি সরকার,রুবেল দেব,বৌদ্ধ গোপ,সুনীল রায়,বিজিত দেব,রনি দাশ,বিশ্বজিত ধর,কমলা রায় প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে রাখাল দাসকে সভাপতি,তনয় কান্তি ঘোষ অনজনকে সাধারন সম্পাদক করে নবীগঞ্জে আগামী ১০শে ফ্রেবুয়ারী শনিবার যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রে ১৩০ তম জন্ম উৎসব পালনের জন্য উৎসব কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button