ভালুকায় জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
শামীম খান, প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে বড়চালা জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়চালা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ভালুকা নিউজ ডট কম এর সম্পাদক ও শিক্ষক সফিউল্লাহ আনসারী। ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি,বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে যথাক্রমে মো: ইব্রাহীম সরকার,বীর মুক্তিযোদ্ধা কারী আ: লতিফ,স্কুলের হেডমাস্টার মো: আ: জলিল,তরিকুল ইসলাম মাস্টার,হাফেজ মঞ্জুর মাহমুদ,শাহজাহান মাস্টার,মো: লিটন খান এবং উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জুয়েল রানা প্রমূখ।
বড়চালা জুনিয়র ক্রিকেট কাবের আয়োজনে এই ফাইনাল খেলায় নলুয়াকুড়ি ক্রিকেট একাদশ ও বড়চালা জুনিয়র ক্রিকেট একাদশ অংশ গ্রহন করে জয় লাভ করে বড়চালা জুনিয়র ক্রিকেট একাদশ।
বিজয়ী দলের পক্ষে পুরষ্কার গ্রহন করেন অধিনায়ক মো: রিফাত মোল্লা। ধারাভাষ্য বর্ণনায় ছিলেন রেজাউল খান শামীম ও মাসুদ রানা। দর্শক হিসেবে ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি আয়োজনকে স্বার্থক করেছে বলে আয়োজকরা ধন্যবাদ জানিয়েছেন।