আন্তর্জাতিক

সুদানে ৪০ ভাগ নারী সদস্য রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন

ভালুকা নিউজ ডট কম, আর্ন্তজাতিক ডেস্ক: গণবিক্ষোভের মুখে সুদানে সরকার পতন হলেও আন্দোলন অব্যাহত রয়েছে। সামরিক বাহিনীর হাত থেকে ক্ষমতা বুঝে নিতে শিগগিরই একটি রুপ রেখা ঘোষণা করা হবে বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে। আল-জাজিরা

প্রায় ১৪ সপ্তাহের এই আন্দোলনে মূলত নেতৃত্ব দিচ্ছে সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন (এসপিএ)। সংগঠনটি জানায়, রোববার সংবাদ সম্মেলন করে বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেয়া হবে। দেশটির সামরিক সদর দফতরের সামনে অনুষ্টিতব্য সংবাদ সম্মেলনে সকল বিদেশি কূটনৈতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

চিকিৎসক, শিক্ষক ও প্রকৌশলীদের সংগঠন আমব্রেলা গ্রুপের নেতা আহমেদ আল-রাবিয়া বলেন, সম্ভাব্য এই বেসামরিক কাউন্সিল সামরিক বাহিনীর প্রতিনিধি হিসেবে কাজ করবে এবং তাদের স্থলাভিষিক্ত হবে। সম্ভাব্য কাউন্সিলে ৩টি ধাপ থাকবে। রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় ক্ষমতা বহনে একজন প্রেসিডেন্ট, একটি মন্ত্রীসভা এবং একটি ট্রান্সিশনাল বেসামরিক কাউন্সিল থাকবে।’

নতুন এ ট্রান্সিশনাল সরকারের যে পরিকল্পনা করা হয়েছে। তাতে শুধু প্রতিরক্ষা মন্ত্রণালয়েই সামরিক বাহিনীর সদস্যদের রাখা হচ্ছে। এবং এই সরকারে ৪০ভাগ নারী সদস্য থাকছে।

সুদানের সামরিক বাহিনীকে ক্ষমতা হস্তান্তর করতে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে আন্দোলনকারীরা। বেশ কয়েক দিন ধরে বিক্ষোভকারীরা দেশটির রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর সদর দফতরের সামনে অবস্থান ধর্মঘটও করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button